Pages

Saturday, September 7, 2013

ব্লগের জন্য ফেইসবুকের চমৎকার LIKE BOX

“ব্লগে যুক্ত করার জন্য ফেইসবুকের চমৎকার একটি LIKE BOX প্লাগইন।” খুব সহজেই আপনি আপনার ব্লগে মাত্র দুটি ধাপে এই প্লগইনটি যুক্ত করার মাধ্যমে আপনার ব্লগের ভিজিটরদেকে আপনার ফেইসবুক পেইজের সাথে যুক্ত করে নিতে পারেন। প্রথমেই আপনাকে  আপনার ব্লগের LAYOUT নিয়ে কাজ করতে হবে। 


১. আপনার ব্লগের LAYOUT এ যান।    

২. Add a Gadget এ ক্লিক করুন। 

৩. HTML/JavaScript নির্বাচন করুন।  

৪. নিম্নোক্ত CODE টিকে COPY করে বসিয়ে দিন।


<script type="text/javascript"> //<!-- $(document).ready(function() {$(".w2bslikebox").hover(function() {$(this).stop().animate({right: "0"}, "medium");}, function() {$(this).stop().animate({right: "-250"}, "medium");}, 500);}); //--> </script> <style type="text/css"> .w2bslikebox{background: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvVWwdwtL49ULRXjDodyvolc54L7qV38XXsA5z7WCcmwy2iKM4uuR-XnSxzoXCt3PI_bf-dd7NCbJ0pXsrfxv_nW0F04CDra1HfD9YsyoACDGLYnUvJqPJChvEnSCAG86Z4B8_K4D8npAm/s150/w2b_facebookbadge.png") no-repeat scroll left center transparent !important;display: block;float: right;height: 270px;padding: 0 5px 0 46px;width: 245px;z-index: 99999;position:fixed;right:-250px;top:20%;} .w2bslikebox div{border:none;position:relative;display:block;} .w2bslikebox span{bottom: 12px;font: 8px "lucida grande",tahoma,verdana,arial,sans-serif;position: absolute;right: 6px;text-align: right;z-index: 99999;} .w2bslikebox span a{color: #808080;text-decoration:none;} .w2bslikebox span a:hover{text-decoration:underline;} </style><div style=""><div><iframe src="http://www.facebook.com/plugins/likebox.php?href=http%3A%2F%2Ffacebook.com%2Frustom&amp;width=245&amp;colorscheme=light&amp;show_faces=true&amp;connections=9&amp;stream=false&amp;header=false&amp;height=270" scrolling="no" frameborder="0" scrolling="no" style="border: medium none; overflow: hidden; height: 270px; width: 245px;background:#fff;"></iframe><span>By <a href="http://www.tunerpage.com/archives/184148">Tamzid</a> / <a http://www.tunerpage.com/archives/184148"> Get This!</a></span></div></div>

        

১. CTRL + F বাটন একত্রে চাপ দিয়ে Search Box থেকে Frustom খুঁজে বের করুণ।

২. এখন F টিকে না সরিয়ে rustom এ স্থলে আপনার ফেইসবুক পেইজের UserName বসিয়ে দিন। (শুধু মাত্র Username দিতে হবে। সম্পূর্ণ URL বসানোর দরকার নেই। যেমন:  https://www.facebook.com/downloadbuzz এর শুধু downloadbuzz বসালেই হবে।
৩. কোন SPACE ব্যাবহার করবেন না। অথবা CODE থেকে কোন SPACE DELETE কারতে যাবেন না। ৪. SAVE করে বের হয়ে আসুন। এবং আপনার ব্লগ Reload দিন।



তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন………

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon More